আজ থেকেই শুরু বাজেট অধিবেশন, বিরোধীদের লাগাতার চাপে ব্যাকফুটে মোদি সরকার 

0
1

সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন (Budget Session)। রবিবারই সংসদে সর্বদল বৈঠক ডেকেছিল মোদি সরকার। তবে এদিনের বৈঠকে তৃণমূল ছাড়া সব বিরোধী দলই উপস্থিত ছিল। একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর। আগামী ১২ অগাস্ট পর্যন্ত চলবে অধিবেশন। মনে করা হচ্ছে, সোমবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman) আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করতে পারেন। এই অধিবেশনে অর্থবিল ছাড়াও আরও কয়েকটি বিল পেশ হতে পারে সংসদে। তবে সোমবার থেকে সংসদ কক্ষে বিরোধীরা যে এনডিএ (NDA) সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাবে তা নিয়ে দ্বিমত নেই।

তবে রবিবার কলকাতায় শহিদ দিবসের অনুষ্ঠান থাকায় সর্বদল বৈঠকে তৃণমূলের কেউ বৈঠকে উপস্থিত ছিলেন না। অনুপস্থিত ছিলেন বিহারের হিন্দুস্তানি আওয়াম মোর্চার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি। সরকার-বিপক্ষ মিলিয়ে বৈঠকে এদিন মোট ৫৫ জন সাংসদ উপস্থিত ছিলেন।

তবে এদিনের বৈঠকে সরকারের কাছে সবচেয়ে বেশি অস্বস্তির বিষয় হয়ে ওঠে রাজ্যের বিশেষ মর্যাদার ইস্যু। আর্থিক দূরবস্থার কথা মাথায় রেখে বিহার ও অন্ধ্রপ্রদেশকে ‘বিশেষ রাজ্যে’র মর্যাদা দিলে ওড়িশাকেও তা দিতে হবে—এই দাবিতে সরব নবীন পট্টনায়েকের দল বিজেডি। মঙ্গলবার আগামী সাত মাসের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেদিকে কড়া নজর থাকবে।