১) ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। আর তার আগে ভারতীয় অ্যাথলিটদের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহনকারী ১১৭ জন ভারতীয় অ্যাথলিটদের জন্য ৮.৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। এদিন এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

২) এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেল ভারতীয় দল। এদিন সংযুক্ত আরব আমিরশাহীকে হারালো ৭৮ রানে। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষের। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে আরও একধাপ এগোল টিম ইন্ডিয়া।
৩) শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের ওপর। জানা যাচ্ছে, টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীরের ইচ্ছাতেই হার্দিক পান্ডিয়ার বদলে সূর্যকেই টি-২০ ফর্ম্যাটে অধিনায়কত্ব দেওয়া হয়। তবে জানা যাচ্ছে, শুধু গম্ভীর নন, প্রধান নির্বাচক অজিত আগারকারেরও পছন্দ নয় হার্দিকের নেতৃত্ব।
৪) কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গল এফসির নতুন বিদেশি দিমিত্রিওস ডায়মান্টাকোস। রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে পা রাখেন গত আইএসএল-এর সোনার বুট জয়ী স্ট্রাইকার। ডায়মান্টাকোসকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিল লাল-হলুদ সমর্থকদের ভিড়।

৫) ২০২৫ আইপিএল-এর আগে বড় চমক আসতে চলেছে দলবদলে। সূত্রের খবর, লখনৌ সুপার জায়ান্ট ছেড়ে নিজের পুরোন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিতে চলেছেন অধিনায়ক কে এল রাহুল। জানা যাচ্ছে, আইপিএলের নিলামের আগেই উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা হয়ে যেতে পারে।
আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ



 
 
 
 




































































































































