বাণিজ্য নগরীতে দামী গাড়ির উৎপাত কমছেই না। সোমবার ফের এক অডির ধাক্কায় গুরুতর আহত চারজন। বেপরোয়া অডির পরপর দুটি অটোরিক্সায় ধাক্কা মারলে অটোর যাত্রী ও চালক সহ মোট চারজন আহত হন। শিবসেনা নেতা-পুত্রের বিএমডব্লুর ধাক্কায় এক মহিলার মৃত্যুর ঘটনায় এখনও বিচার পায়নি সাধারণ পরিবার। তারই মধ্যে সোমবারের ঘটনায় ফের পলাতক অডি-র চালক।
সোমবার সকালের মুম্বইয়ের মলন্দ এলাকায় পরপর দুটি অটোরিক্সায় ধাক্কা মারে অডি গাড়িটি। দুই অটোর চালক আহত হন, তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। একটি অটোর দুজন যাত্রীও আহত হন। মলন্দ পুলিশ অডি গাড়িটি বাজেয়াপ্ত করলেও পলাতক চালক। স্থানীয় সিসিটিভি ও গাড়ির রেজিস্ট্রেশন ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।