এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে দুরন্ত জয় পেল ভারতীয় দল। এদিন সংযুক্ত আরব আমিরশাহীকে হারালো ৭৮ রানে। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষের। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে আরও একধাপ এগোল টিম ইন্ডিয়া।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রান করে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট হাতে দাপট হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষের। ৬৬ রান করেন হরমনপ্রীত। ৬৪ রানে অপরাজিত রিচা। ৩৭ রান করেন শেফালি ভার্মা। ১৩ রান করেন স্মৃতি মান্ধনা। সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে দুই উইকেট নেন কাভিশা। একটি উকেট নেন , সামাইরা এবং হটচান্দানী।
জবাবে ব্যাট করতে নেমে ১২৩ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহী। সংযুক্ত আরব আমিরশাহীর হয়ে ৪০ রান করেন কাভিশা। ৩৮ রান করেন এশা রোহিত অজা। ভারতের হয়ে ২ উইকেট নেন দীপ্তি শর্মা।। একটি করে উইইকেট নেন , রেনুকা ঠাকুর শিং, তানুজা কানওয়ার, পুজা বস্ত্রকার এবং রাধা যাদব।
আরও পড়ুন- গম্ভীর নন, নেতা হিসাবে হার্দিককে পছন্দ নয় প্রধান নির্বাচক অজিত আগারকারের : সূত্র










































































































































