তৃণমূল (TMC) শুধু বৈঠক, মিছিল করে বামফ্রন্টকে (left front) সরিয়ে ক্ষমতায় আসেনি। কর্মীদের অনেক রক্ত ঝরানোর পরে বাংলাকে সিপিএম (CPIM) মুক্ত করেছে। তবে, লড়াই শেষ হয়নি। এবার সাম্প্রদায়িকতার অন্ধকার থেকে ভারতকে মুক্ত করতে হবে। রবিবার, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর কথায়, “মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি”।


এদিন ফিরহাদ বলেন, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, এই দল কারও কাছে বিলাসের বস্তুর নয়, নিজেকে জারির করার বস্তু নয়। অন্যায়র বিরুদ্ধে যে দাঁড়িয়ে লড়াই করার দল। মানুষের পাশে থেকে লড়াই করতে হবে। এই প্রসঙ্গে সেই সব রক্তক্ষয়ী দিনের কথা স্মরণ করার ফিরহাদ। বলেন, “ধর্মতলার অনশন মঞ্চে একটানা ২৬ দিন অনশন করে মৃত্যু মুখে পড়েছিলেন মমতা। আর একটু দেরি হলেই বিপদ হয়ে যেত। হাজরায় মমতার মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়। নন্দীগ্রামে তৃণমূল নেত্রীকে মারার ষড়যন্ত্র করে সিপিএম। কিন্তু ভগবানের করুণায় তিনি বেঁচে গিয়েছেন।”

ফিরহাদ বলেন, শহিদের রক্ত হয়নিকো ব্যর্থ। এখন এটা সিপিএম মুক্ত বাংলা। তবে, লড়াই চলছে। অভিষেক দিল্লিতে বাংলার দাবির জন্য লড়াই করছে। এই লড়াই দেশকে সুরক্ষিত রাখার লড়াই। দেশে আজ সাম্প্রায়িকতা কুরে কুরে খাচ্ছে। সেটার বিরুদ্ধে লড়াই চলছে। তৃণমূলের বড় লড়াই দেশ বাঁচানোর লড়াই।










































































































































