নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৪ বছরের এক কিশোরের। কেরলের মালাপ্পুরমের ১৪ বছরের এক কিশোর নিপা ভাইরাসে কিছুদিন আগে আক্রান্ত হয়েছিল। তারপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার কিশোরের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। তিনি জানান, ওই কিশোর ভেন্টিলেশনে ছিল। রবিবার সকাল ১০.৫০ মিনিটে পান্ডিক্কড়ের কিশোর একটি বড়সড় কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছিল। তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন চিকিৎসকরা।
স্বাস্থ্যমন্ত্রীর কথায়, আন্তর্জাতিক প্রটোকল মেনেই শেষকৃত্য সম্পূর্ণ করা হবে।কিশোরের শারীরিক অবস্থার অবনতি হতেই তার নমুনা সংগ্রহ করে পুণের পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। গতকাল সেই রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট আসার ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় কিশোরের।
মন্ত্রী বীণা জর্জ আরও জানিয়েছেন, রাজ্যে বর্তমানে চারজন নিপা ভাইরাসে আক্রান্ত। তাঁদের মাঞ্জেরি মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছে। আক্রান্তদের কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, কেরলে বর্তমানে নিপা ভাইরাসের এপিসেন্টার পান্দিক্কড়। এপিসেন্টার এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্য জুড়েই সতর্কতা জারি রয়েছে। পাখি,পশুদের খাওয়া ফল খেতে নিষেধ করা হয়েছে। বাজার থেকে কেনা ফল ভালভাবে পরিষ্কার করে, তবেই খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।