এবার হরিয়ানা! ধর্মীয় যাত্রার জন্য় স্তব্ধ ইন্টারনেট, এসএমএস

0
4

হরিয়ানার নু-এ রবিবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার জন্য বন্ধ হল ইন্টারনেট পরিষেবা। ধর্মীয় যাত্রা চলাকালীন অশান্তি ছড়ানোর আশঙ্কায় পদক্ষেপ বিজেপি শাসিত হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রক এই নির্দেশিকা জারি করল। স্থানীয় পুলিশ প্রশাসনের আশঙ্কার উপর নির্ভর করে এই নির্দেশিকা জারি করা হল বলেই দাবি হরিয়ানা প্রশাসনের।

শ্রাবণ মাসে ব্রজমণ্ডল জলাভিষেক যাত্রা অনুষ্ঠিত হয় হরিয়ানার নু-তে। ২০২৩ সালে সেই যাত্রা চলাকালীন অশান্তি ছড়ায়। দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রাণহানি থেকে সম্পত্তি হানির ঘটনা ঘটে। প্রশাসন কার্যত কোনও তথ্য না পেয়ে অরাজকতা থামাতে ব্যর্থ হয়। এবছর সেই অশান্তি ঠেকাতে আগে থেকে তৎপর হরিয়ানা প্রশাসন।

সম্প্রতি উত্তরপ্রদেশে কানওয়ার যাত্রা নিয়ে নাম-রাজনীতিতে ব্যস্ত সেখানকার যোগী প্রশাসন। ধর্মীয় অনুষ্ঠানে ভিন ধর্মের মানুষকে আলাদাকে চিহ্নিত করার রাজনীতি বা উস্কানোর রাজনীতির নতুন ছবি এবার হরিয়ানায়। নির্দেশিকা জারি করে বলা হয়েছে নু-তে রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি থাকছে। সেই সঙ্গে একসঙ্গে অনেক প্রাপকের কাছে মেসেজ পাঠানোর উপরও নিষেধাজ্ঞা জারি হল।