একুশের মঞ্চে আসছেন অখিলেশ, বিমানবন্দরে সপা সমর্থকের উচ্ছ্বাস

0
1

আজ, তৃণমূলের ঐতিহাসিক একুশে জুলাই সমাবেশ।
এবারের ২১-এ জুলাইয়ের মঞ্চে আমন্ত্রিতদের মধ্যে অন্যতম বড় চমক অখিলেশ যাদব (Akhilesh Yadav)। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে আজ, রবিবারই কলকাতায় আসবেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। বিমানবন্দর থেকে সোজা ধর্মতলার মঞ্চে আসবেন অখিলেশ। তিনি বক্তব্যও রাখবেন।

প্রিয় নেতা অখিলেশকে (Alhilesh Yadav) স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন শহরের সমাজবাদী পার্টির বহু কর্মী সমর্থক। কলকাতা বিমানবন্দরের আগমন গেটের বাইরে তাঁরা অখিলেশ যাদবের নামে স্লোগান দিচ্ছেন দলীয় পতাকা হাতে নিয়ে।

আরও পড়ুন:আত্মতুষ্টি নয়, ‘জাগো বাংলা’য় বার্তা দেওয়ার পর এবার X বার্তা অভিষেকের