আত্মতুষ্টি নয়, ‘জাগো বাংলা’য় বার্তা দেওয়ার পর এবার X বার্তা অভিষেকের

0
1

তৃণমূলের (TMC) ২১ জুলাই সমাবেশের সকালে সোশ্যাল মিডিয়ায় শহিদদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে ছবি পোস্ট করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বেলা বাড়তেই এক্স হ্যান্ডেলে (X handle) বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে বাংলা বিরোধীদের সামনে মাথা নত না করার কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

শুক্রবার সকালে দেশে ফিরেছেন অভিষেক। শহিদ দিবসের সকালে ‘জাগো বাংলা’ সংবাদপত্রে প্রকাশিত অভিষেকের লেখায় আগামী দিনের লড়াইয়ের বার্তা ধরা পড়েছে। তিনি লেখেন, ‘আমরা এক নতুন সূর্যোদয় দেখেছি, যেখানে অরাজকতার প্রভাববিস্তারী বিজেপি- আজ কিছুটা হলেও পিছপা হতে বাধ্য হয়েছে। নিশ্চিতভাবে এই জয় মা-মাটি-মানুষের। এই জয়ের আনন্দ যতটা মধুর, ঠিক ততটাই উপভোগ্য। কিন্তু আত্মতুষ্টির কোন জায়গা নেই।’ এবার এক্স হ্যান্ডেলেও বাংলার মানুষকে ধন্যবাদ দিয়ে অভিষেক লিখলেন, ‘আমরা যেমন আমাদের শহীদদের সম্মান জানাই, আমরা জনগণের অধিকারের জন্য নিরলসভাবে লড়াই করার অঙ্গীকার করি।’ পাশাপাশি বাংলা বিরোধীদের কাছে আত্মসমর্পণ না করার কথাও উঠে এসেছে তাঁর পোস্টে।