‘চোট পাওয়ার নিয়মিত ওঁরা আমার খোঁজ নেয়’, কোন দুই ক্রিকেটারের কথা বললেন শামি

0
3

এই মুহুর্তে চোটের কারণে মাঠের বাইরে ভারতীয় দলের তারকা বোলার মহম্মদ শামি। এই মুহুর্তে রিহ্যাব করছেন তিনি। তবে এরই মধ্যে ভারতীয় দলে দুই বন্ধুর কথা জানালেন শামি। কয়েকমাস আগে এক সাক্ষাৎকারে অশ্বিন জানিয়েছিলেন , টিম ইন্ডিয়ায় কেউ কারও বন্ধু হয়না। তবে শামি একেবারেই উল্টো পথে হাটলেন, জানালেন, টিম ইন্ডিয়ায় তিনি বন্ধু খুঁজে পেয়েছেন। আর তাঁরা হলেন, বিরাট কোহলি এবং ইশান্ত শর্মা।

এই নিয়ে এক সাক্ষাৎকারে শামি বলেন, “ বিরাট কোহলি আর ইশান্ত শর্মা আমার প্রিয় বন্ধু। চোট পাওয়ার পর থেকে নিয়মিত ফোন করে ওরা। খোঁজ নেয়।“

২০২৩ সালে একদিনের বিশ্বকাপের পর আর মাঠে নামেননি শামি। গোড়ালির চোট নিয়ে ভোগেন তিনি । গোড়ালিতে অস্ত্রোপচার হয় শামির। সেই কারণে আইপিএল এবং টি-২০ বিশ্বকাপে খেলতে পারেননি তিনি। তবে আস্তে আস্তে অনুশীলনে ফিরছেন শামি। নেটে বল করতে শুরু করেছেন। আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার চেষ্টা করছেন শামি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তাঁকে সুস্থ বললে তবেই মাঠে ফিরতে পারবেন তিনি।

আরও পড়ুন- ভারত খেলতে না গেলে পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি : সূত্র