টিম ইন্ডিয়ার নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতীয় দলের দায়িত্ব নেবেন গম্ভীর । তবে এরই মধ্যে জানা যাচ্ছে, এই সফরেই গম্ভীরের সহকারী হিসাবে দেখা যাবে অভিষেক নায়ার এবং রায়ান টেন দুশখাতেকে। ফিল্ডিগ কোচ হিসাবে থাকছেন টি দিলিপই। যদিও এই নিয়ে সরকারীভাবে কোন কিছু জানায়নি বিসিসিআই।
সূত্রের খবর, টি দিলীপ এবং অভিষেক নায়ার ভারতীয় দলের সঙ্গে দ্রুতই যোগ দেবেন। কিন্তু টেন দুশখাতে কবে যোগ দেবেন, সেটা অনিশ্চিত। লস এঞ্জেলস নাইট রাইডার্সের কোচিং স্টাফ হিসেবে এখন কাজ করছেন দুশখাতে।কলম্বোয় সরাসরি তিনি যোগ দেবেন দলের সঙ্গে বলে জানা গিয়েছে। এদিকে জানা যাচ্ছে, প্রাক্তন দক্ষিণ আফ্রিকান পেসার মর্নি মর্কেল বোলিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে।দু’বছর আগে লখনউ সুপার জায়ান্টসে গৌতম গম্ভীরের সঙ্গে কাজ করেছেন মর্নি মর্কেল।
২৭ জুলাই থেকে শুরু হবে শ্রীলঙ্কা সফর। লঙ্কানদের বিরুদ্ধে তিনটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। টি-২০ দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। একদিনের ক্রিকেটে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
আরও পড়ুন- বিরাটের কোন সিদ্ধান্ত মানতে পারেননি শামি ? জানালেন নিজেই