রবিবার বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে বিয়ের সানাই। ঊনষাট বছর বয়সে ফের সাতপাকে ঘুরতে চলেছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। ২১ জুলাই বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায়ের (Arpita Chatterjee) সঙ্গে আইনি বিয়ে সেরে ঘরোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়েই নতুন জীবন শুরু করতে চলেছেন সৌরভের দাদা। আগামী মাসের ৭ তারিখে ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে বসবে প্রীতিভোজের আসর। আমন্ত্রণপত্রে নাম রয়েছে সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)।
মা জীবিত থাকা সত্ত্বেও দাদার বিয়ের কার্ডে কেন ভাই আর ভাইয়ের বউয়ের নাম তা নিয়ে বিভিন্ন মহলের প্রশ্ন ঘোরাফেরা করছে। যদিও সেসবে পাত্তা দিতে নারাজ গঙ্গোপাধ্যায় পরিবার। সূত্রের খবর সিএবি (CAB ) প্রেসিডেন্টের বিয়েতে ঘনিষ্ঠদের নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন সৌরভ-ডোনা (Sourav Ganguly – Dona Ganguly)। যদিও রবিবারের অনুষ্ঠানে থাকছেন না মহারাজ। রিসেপশনে উপস্থিত থাকবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। শারীরিক অসুস্থতার কারণে বিয়ের অনুষ্ঠানে দেখা যাবে না সিএবি প্রেসিডেন্টের মাকেও।
২০২৩ সালে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর প্রথম স্ত্রী মোম। তিনি FIR-ও দায়ের করেন। এরপরে স্নেহাশিস আর মোমের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এবার সাতচল্লিশ বছর বয়সী অর্পিতার সঙ্গে নতুন জীবন শুরুর পথে সৌরভের দাদা। গঙ্গোপাধ্যায়ের পরিবারের হবু বউমা আসলে ব্যবসায়ী। স্নেহাশিসের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন যুগলে।