সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলিকে ভালো বন্ধু বলেছেন মহম্মদ শামি। তাঁর চোটের সময় নিয়মিত কোহলি খোঁজ নেন বলে জানান শামি। সেই বন্ধুর কাছেই একটি বড় প্রশ্ন রয়েছে ভারতের তারকা বোলারের। জানালেন বিরাটের একটা সিদ্ধান্ত মানতে পারেননি শামি।
২০১৯ সালে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় বিরাট কোহলির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। সেই বিশ্বকাপের প্রথম চার ম্যাচে খেলেছিলেন শামি। নিয়েছিলেন ১৪ টি উইকেট। তবে তারপরই বসিয়ে দেওয়া হয়েছিল শামিকে। কেন সেই সময় বসিয়ে দেওয়া হয়েছিল টাঁকেদ তার কারণ এখনও বুঝতে পারছেন না বাংলার পেসার। এই নিয়ে শামি বলেন, “ প্রতিটা দলে এমন ক্রিকেটার প্রয়োজন যে ম্যাচ জেতাতে পারে। সেবার আমি প্রথম তিন ম্যাচে ১৩টা উইকেট নিয়েছিলাম। এর বেশি আর কী করতে পারতাম? ” এরপর তিনি আরও বলেন, “ আমার এখন না আছে কোনও প্রশ্ন, না আমার কোনও উত্তর চাই। সুযোগ পেলে শুধু নিজেকে প্রমাণ করতে চাই। আমাকে সুযোগ দেওয়া হয়েছিল, আমি তিন ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলাম। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে যাই। চার ম্যাচে ১৪টা উইকেট নিয়েছিলাম।২০২৩ সালে সাত ম্যাচে নিয়েছিলাম ২৪ উইকেট।“
আরও পড়ুন- ‘চোট পাওয়ার নিয়মিত ওঁরা আমার খোঁজ নেয়’, কোন দুই ক্রিকেটারের কথা বললেন শামি