দুঃস্থ সেবার আড়ালে যৌন নির্যাতন! অধ্যাপকের কারাদণ্ড

0
1

স্টাফ কোয়ার্টারের দুঃস্থদের রেখে পড়াশোনা করাতেন অধ্যাপক। সেখানেই এক নাবালিকার যৌন নির্যাতনের অভিযোগে শ্রীরামপুর কলেজের এক অধ্যাপককে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন শ্রীরামপুর আদালতের প্রথম অডিশনাল ডিস্ট্রিক্ট পকসো কোর্টের বিচারক মনোজ কুমার রাই। আদালতের রায়ে আড়াই বছর পরে বিচার পেয়ে খুশি নাবালিকার পরিবার। যদিও অভিযুক্ত উচ্চতর আদালতে যাওয়ার দাবি জানিয়েছেন।

শ্রীরামপুর কলেজের থিওলজিকাল বিভাগের প্রধান অধ্যাপক প্রতাপ দিগলের বিরুদ্ধে অভিযোগ কলেজের স্টাফ কোয়ার্টার ম্যাক হাউসে এক নাবালিকার যৌন নির্যাতন করেন তিনি। সরকারী আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায় বলেন,ওই অধ্যাপক একটি এনজিও তৈরী করেছিলেন। ম্যাক হাউসে দুঃস্থদের রেখে মেয়েদের পড়াতেন। নির্যাতিতা ২২ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ম্যাক হাউসে যায়। কয়েকদিন পর থেকেই তার উপর যৌন নির্যাতন চলে।

২০২২ সালের এই ঘটনায় উড়িষ্যার বেরহামপুরের আদি বাসিন্দা প্রতাপের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। অভিযুক্ত বিচারাধীন বন্দী থাকা অবস্থায় মামলার চার্জশীট হয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয়। শুক্রবার মামলায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। শনিবার ২০ বছর সশ্রম কারাদণ্ড এবং মোট ষাট হাজার টাকা জরিমানার নির্দেশ দেয় আদালত। অনাদায়ে আরো সাত মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়।