দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের (Mandirbazar, South 24 Parganas) সদাশিবপুর গ্রামের এক মহিলা সন্তান প্রসবের পরই তাকে খুন করে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। চমৎকারী পণ্ডিত (Chamatkari Pandit) নামে ওই মহিলা গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে এলাকাবাসীর অভিযোগ। পরকীয়ার জেরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি। এরপর শুক্রবার এক পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু প্রসবের কয়েক ঘণ্টার মধ্যেই ঝোপের মধ্যে গর্ত খুঁড়ে সদ্যজাতকে জীবন্ত অবস্থাতেই পুঁতে ফেলার চেষ্টা করেন ওই গৃহবধূ বলে অভিযোগ। বাচ্চার কান্নায় গ্রামবাসীরা ছুটে এলে হাতেনাতে ধরা পড়েন ওই মহিলা। দ্রুত শিশুটিকে উদ্ধার করে মগরাহাট হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।
কোনও মা কীভাবে সদ্যোজাত শিশুকে এত নৃশংসভাবে খুন করতে পারেন? উত্তর খুঁজে পাচ্ছেন না সদাশিবপুর গ্রামের বাসিন্দারা। এই ঘটনার পরই চমৎকারী এবং তাঁর প্রেমিকের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।