ভারত খেলতে না গেলে পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি : সূত্র

0
1

আগামী বছর বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। পাকিস্তানে বসতে এই টুর্নামেন্টের আসর । তবে সূত্রের খবর , এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তান যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সূত্রের খবর, পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স লিগ। এক্ষেত্রে হতে পারে শ্রীলঙ্কা বা দুবাইয়ে। সূত্রের খবর, ভারত যদি পাকিস্তান খেলতে না যায় তাহলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াও যাবে না।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদসংস্থার সূত্রের খবর, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরতে পারে। কারণ ভারত যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না যায় তাহলে সেখান থেকে সরে যাবে এই টুর্নামেন্ট। সেক্ষেত্রে টুর্নামেন্ট সরে যেতে পারে দুবাই বা শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সূত্রও একই কথা বলছে।

গত বছর এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারতীয় দল। এরই মধ্যে সামনে বছর পাকিস্তানে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তবে এই টুর্নামেন্ট খেলতে যাবে না বলে ইতিমধ্যে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। তারা এশিয়া কাপের মতন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হাইব্রিড মডেলের কথা বলে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন- সাত বছর বয়সে ইন্ডিয়া এবং এশিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন মগড়ার আরাত্রিকা চক্রবর্তী