WBSEDCL-এর চাকরির পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক: সিদ্ধান্তে খুশি বাংলা পক্ষ

0
1

এবার রাজ্য সরকারি অধীনস্থ সংস্থার নিয়োগ পরীক্ষাতেও বাধ্যতামূলক বাংলা ভাষার পরীক্ষা। রাজ্য বিদ্যুৎ দফতরের অধীন WBSEDCL-এর চাকরির লিখিত পরীক্ষায় (Examination) ৮৫ নম্বরের মধ্যে ১০ নম্বরের বাংলা ভাষার পরীক্ষা বাধ্যতামূলক করা হল। এই বিষয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল বাংলা পক্ষ। এই সিদ্ধান্তে খুশি তারা।নতুন নিয়মে বাংলার জন্যে মাত্র ১০ নম্বর বরাদ্দ হলেও গুরুত্বপূর্ণ বিষয় হল, ১০-এর মধ্যে ৪ নম্বর পেয়ে পাশ করা বাধ্যতামূলক। এছাড়াও একাধিক পরীক্ষার্থী একই নম্বর পেলে বাংলার নম্বরের প্রেক্ষিতে তাঁরা অগ্রাধিকার পাবেন। সুতরাং  WBSEDCL-এর চাকরির লিখিত পরীক্ষায় বাংলা ভাষার গুরুত্ব অনেকটাই। গত কয়েক বছর ধরেই WBSEDCL-এ চাকরির লিখিত পরীক্ষায় (Examination) বাংলা (Bangla) ভাষাকে অন্তর্ভুক্ত করার দাবিতে জানাচ্ছিল বাংলা পক্ষ। চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়ে একাধিকবার WBSEDCL প্রধান কার্যালয়ে ও অন্যান্য জেলা অফিসে অভিযানও চালায় তারা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারি সংস্থার পরীক্ষায় বাংলার অন্তর্ভুক্তিতে খুশি বাংলা পক্ষ। তাঁদের মতে, সরকারের এই পদক্ষেপের ফলে বাংলা জানা চাকরিপ্রার্থীদের নিয়োগের সম্ভাবনা বৃ্দ্ধি পেল।