জল্পনাই সত্যি, স্ত্রী নাতাশার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানিয়ে দিলেন হার্দিক

0
3

অবশেষে জল্পনাই সত্যি। বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্তানকোভিচ। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমটাই জানালেন তাঁরা। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের বিয়ের ছবিও সরিয়ে নেন হার্দিক-নাতাশা।

এদিন হার্দিক এবং নাতাশা নিজেদের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ চার বছর একসঙ্গে থাকার পর আমি এবং নাতাশা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে থাকার সব রকম চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার। এটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। আমরা একটা পরিবার তৈরি করেছিলাম। একে অপরের সঙ্গে আনন্দের সময় কাটিয়েছিলাম।“

ছেলে অগস্ত্যকে নিয়ে নাতাশা লেখেন, “ পুত্র অগস্ত্য রয়েছে। আমাদের দু’জনের জীবনের অংশ হিসাবে থাকবে ও। আমরা একসঙ্গে বড় করব অগস্ত্যকে। ওকে আনন্দে রাখার জন্য আমরা সব কিছু করব। এই কঠিন সময়ে আমাদের একটু নিজেদের মতো থাকা প্রয়োজন। আশা করব আপনারা আমাদের সেই সহযোগিতাটুকু করবেন।“ ২০২০ সালের ৩১ মে বিয়ে করেন হার্দিক এবং নাতাশা।

আরও পড়ুন- লঙ্কানদের বিরুদ্ধে ঘোষণা ভারতের টি-২০ এবং একদিনের সিরিজের দল