ব্ল্যাকমেল করছিল প্রেমিকা! তারপর যা ঘটল মালদহের হবিবপুরে

0
1

সম্পর্ক ছেড়ে বেরিয়ে গিয়েছিল প্রেমিক। কিন্তু বিচ্ছেদের পর ধর্ষণের অভিযোগে প্রেমিকা ক্রমাগত ব্ল্যাকমেল করছিল প্রেমিককে। আর সেই আতঙ্ক এবং আক্রোশেই প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করল প্রেমিক। খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে প্রেমিক। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মালদহের হবিবপুর।অভিযুক্তের ফাঁসির দাবিতে পথ অবরোধ এলাকাবাসীর। মালদহের হবিবপুরের ইংলিশ মোহনপুরের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।

গতকাল, বৃহস্পতিবার রাতে মৃতার বাবা-মা মেলায় দোকানদারি করছিলেন। ৭ বছরের ভাইকে নিয়ে বাড়িতেই ছিল অষ্টম শ্রেণির ছাত্রী। সেই সময় প্রতিবেশী গ্রামের যুবক চন্দন সিংহ (২২) প্রেমিকার বাড়িতে যায়। প্রেমিকা ঘর থেকে বারান্দায় বেরিয়ে আসতেই তাকে প্রেমিক চন্দন সিংহ গলা টিপে খুন করে বলে অভিযোগ। বাড়ির বারান্দায় ওই ছাত্রীর মৃতদেহ ফেলে সরাসরি হবিবপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে। চন্দন সিংহের বয়ানের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে হবিবপুর থানার পুলিশ ছাত্রীর মৃতদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চন্দন সিংহ নিজের জবানবন্দিতে জানিয়েছে যে, খুন করার সময় ভাইকে ঘরে দরজা বন্ধ করে দিয়েছিল। প্রাথমিভাবে অনুমান করা হচ্ছে যে গলা টিপে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। তবে মৃতদেহের ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। এদিকে খুনের ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মালদহ- নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডি হাসপাতাল মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী ও পরিবারের লোকজন।

আরও পড়ুন: নতুন শিক্ষাবর্ষেই প্রাইমারিতে ক্লাস ফাইভ! রাজ্যের স্কুল শিক্ষায় আমূল পরিবর্তন!