রাজ্যে আরও ১০ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের। বৃহস্পতিবার নবান্নে শিল্প সংক্রান্ত বৈঠকের পর এই সুখবর শোনালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা লেদার কমপ্লেক্স নিয়ে বৈঠক করেন বৃহস্পতিবার। এই বৈঠকেই রাজ্যের চর্মশিল্পে বিপুল অঙ্কের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।এই বিপুল বিনিয়োগের ফলে রাজ্যে আরও ২.৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।
তিনি আরও জানান, লেদার কমপ্লেক্সে আরও অন্তত ১০ হাজার কোটি টাকা লগ্নি করা হবে। সেখানে আরও ১৪৭ টি ট্যানারি ও ১৩৯ টি জুতো তৈরির কারখানা তৈরি হবে। এছাড়া রফতানিও বাড়বে।
পাশাপাশি এই কমপ্লেক্সে পরিকাঠামো উন্নয়নের আরও কাজ হচ্ছে। এখানে তৈরি হবে পানীয় জল সরবরাহ কেন্দ্র। যা ৪৭৫ কোটি টাকা ব্যয়ে বিপুল ক্ষমতাসম্পন্ন পানীয় জল সরবরাহের কেন্দ্র। এই জল ব্যবহার হবে কমপ্লেক্সে ও আশেপাশের অঞ্চলে।
এছাড়া আলিপুর মিউজিয়ামের সামনে হিডকো একটি লেদার ও কটেজ ইন্ডাস্ট্রি মল তৈরি করবে।এই মলে ৫০ শতাংশ সামগ্রী থাকবে শুধু লেদার কমপ্লেক্সের। বাকি ৫০ শতাংশ পণ্য বাংলার শাড়ি-সহ ক্ষুদ্র ও কুটিরশিল্প থেকে উৎপাদিত সামগ্রী। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শিল্প সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক শিল্পপতি। সেখানেই আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।






































































































































