বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রশিক্ষণের জন্য নয়া উদ্যোগ রাজ্যের

0
3

শিক্ষা ব্যবস্থায় ফের নজির গড়ার পথে বাংলা। এবার প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়াদের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগের পথে রাজ্য। দেশের মধ্যে এমন ঘটনা বাংলাতেই প্রথম। ইতিমধ্যেই একটি রুলবুক তৈরি করে শিক্ষা দফতরে পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। নবান্ন (Nabanna) থেকে অনুমোদন মিললেই বিজ্ঞাপন জারি হবে।

১৪ বছরে বাড়েনি কোর্স ফি, আয়-ব্যয় সমতা নিয়ে বৈঠক প্রেসিডেন্সিতে

 

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর প্রথম পর্যায়ে ২ হাজার ৭১৫ পদে নিয়োগ হবে। এরপর ধাপে ধাপে আরও নিয়োগ হবে। এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, এই বিশেষ শিক্ষকদের রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া (RCI) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ডিএলএড ট্রেনিংয়ের বদলে এই ট্রেনিং বাধ্যতামূলক। পাশাপশি টেট পরীক্ষায় ৮০ শতাংশ ওয়েটেজ ও অ্যাপটিটিউট ও ইন্টারভিউ রাউন্ডে ১০- এ ১০ পেতে হবে।

প্রাথমিক বিদ্যালয়ে যে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ারা রয়েছে তাঁদের জন্য নিয়োগ করতে হবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের, এই নির্দেশ আগেই দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ইতিমধ্যেই এই নিয়ে বিচারপতি রাজশেখর মান্থা চলতি বছরের ১৩ জুন নির্দেশ দিয়ে জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে এই শূন্যপদ পূরণ করতে হবে। সেইমতোই তোড়জোড় শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। রুলবুকের অনুমোদন মিললেই, কোন জেলায় এইরকম কত বিদ্যালয় রয়েছে যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়া আছে তার তথ্য সংগ্রহ করবে পর্ষদ। সেইমতো বিজ্ঞপ্তি জারি করে নিয়োগ হবে।