বৃহস্পতির সন্ধেয় বহরমপুরের শুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী 

0
1

ভরসন্ধেবেলা বাইকে করে এসে তৃণমূল কর্মীকে (TMC ) লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা মুর্শিদাবাদের বহরমপুরে (Shoot out in Berhampur)। আক্রান্ত ইদ মহম্মদ নামের ওই ব্যক্তিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College Hospital) ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় এদিন সন্ধ্যা নাগাদ ৮- ৯জন দুষ্কৃতী বাইকে করে এসে ইদকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। জমি বিবাদের জেরে এই ঘটনা বলে মনে করা হচ্ছে। তৃণমূল কর্মীর পায়ে গুলি লেগেছে। এই ঘটনায় রাজনৈতিক কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে পুলিশ।