মা হলেন ‘ফুকরে’ অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন অভিনেতা আলি ফজল 

0
2

দ্বিতীয় বিবাহবার্ষিকীর ঠিক আগে দুই থেকে তিন হলেন বলিউডের তারকা দম্পতি।মঙ্গলবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী রিচা চড্ডা (Richa Chadda)। প্রথম সন্তান তাও আবার মেয়ে, উচ্ছ্বসিত অভিনেতা আলি ফজল (Ali Fazal)। যৌথ বিবৃতিতে দম্পতি সোশ্যাল মিডিয়ায় জানান, ‘১৬.০৭.২৪ তারিখে (মঙ্গলবার) একটি সুস্থ কন্যা সন্তানের আগমনের কথা ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত, খুব উত্তেজিত! আমাদের গোটা পরিবার আনন্দিত এবং আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের তাদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই!’

‘ফুকরে’ সিনেমার সেটে রিচা এবং আলির প্রথম দেখা। এরপর বন্ধুত্ব প্রেম এবং ২০২২ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন যুগলে। সম্প্রতি একটি মাতৃত্বকালীন ফটোশুটের জন্য পোজ দেন তারকা দম্পতি। ছবিতে আলি বউয়ের বেবি বাম্প আগলে রয়েছেন। এই ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়। তবে এসবের মাঝেই এলো সুখবর। তবে এখনই সন্তানের ঝলক কিংবা তার নাম প্রকাশ্যে আনেননি বলিউড কাপল। অভিনেতার পরিবার সূত্রে খবর মা ও সন্তান দুজনেই সুস্থ আছে।