এবার ‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

0
3

এবছর ‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । এদিন ক্লাবের কার্যকরী সমিতির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯ জুলাই মোহনবাগান দিবস। ওই দিনই মহারাজের হাতে ‘মোহনবাগান রত্ন’ তুলে দেবেন বাগান কর্তা। গত বছর এই পুরস্কার পেয়েছিলেন গৌতম সরকার।এদিকে ২৯ জুলাই থেকে আসন্ন মরশুমে জন্য প্রস্তুতি শুরু করবে মোহনবাগান।

খেলোয়াড় জীবনে ৯ বছর মোহনবাগানের হয়ে খেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সবুজ-মেরুন তাঁবুতে এসেছিলেন মহারাজ। শেষ বার এসেছিলেন গত ২১ ডিসেম্বর। সেদিন মোহনবাগান তাঁবুতে অমর একাদশের মূর্তি উন্মোচন করা হয়েছিল। সেই সময় সৌরভের হাতে নতুন সদস্য কার্ডও তুলে দেওয়া হয় ক্লাবের তরফে। প্রায় এক ঘণ্টার উপর তাঁবুতে ছিলেন তিনি।

এদিকে সৌরভ গঙ্গোপাধ্যায় সম্মান পাচ্ছেন অনেকে। সেরা ফুটবলারের সম্মান দেওয়া হচ্ছে দিমিত্রি পেত্রাতোসকে। সেরা ফরোয়ার্ডের সম্মান পাচ্ছেন মনবীর সিং। সেরা জুনিয়র ফুটবলারের পাচ্ছেন সুহেল ভাট। সেরা ক্রিকেটার অভিলীন ঘোষ। সেরা সাপোর্টার বাপি মাজি ও অজয় পাসওয়ান। সেরা রেফারি প্রতুল চক্রবর্তী সম্মানে ভূষিত করা হচ্ছে দিলীপ সেনকে। লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত করা হচ্ছে প্রয়াত প্রাক্তন সবুজ-মেরুন অধিনায়ক বিমল মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন- ইংল্যান্ডের কোচের দৌড়ে গুয়ার্দিওয়ালা, রয়েছেন ক্লপও