লোকসভা ভোটে ভরাডুবি হতেই মোদি-শাহের নজরে উত্তর প্রদেশ! কেশবের চালে বেকায়দায় যোগী

0
3

লোকসভা নির্বাচনে(Loksabha Election) হারের জন্য দলীয় নেতা-কর্মীদের উপর ব্যর্থতার দায় চাপিয়েছিলেন। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে সাফ জানিয়েছিলেন অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই খারাপ ফলাফল হয়েছে। তারপর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছিল লোকসভার ব্যর্থতার দায় কাটাতে মন্ত্রীসভায় বদল আনতে চলেছেন উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকার (Yogi Adityanath)। সেই জল্পনা এবার সত্যি হতে চলেছে। হারের কারণ খুঁজে বের করে এবার যোগী মন্ত্রীসভায় (Cabinet) বড়সড় রদবদলের ভাবনা বিজেপির (BJP) থিঙ্ক ট্যাঙ্কের।

উল্লেখ্য, সম্প্রতি নাম না করে যোগী আদিত্যনাথের সমালোচনায় সরব হয়েছিলেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য। লোকসভা নির্বাচনে হারের পর যোগী সরকারকে কাঠগড়ায় তুলে তিনি জানিয়েছিলেন, এটা সবসময় মাথায় রাখতে হবে যে সরকারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ সংগঠন। আর বিজেপি নেতার এমন মন্তব্যের জেরে একদিকে উত্তর প্রদেশের গেরুয়া শিবিরে হইচই পড়ে যায়। চরম সমালোচনার মুখে পড়তে হয় যোগী সরকারকে। এরপর আচমকাই যোগীকে ডিঙিয়ে রাজ্যে সংগঠনের হালহকিকত জানাতে দলের রাজ্য সভাপতি চৌধুরী ভুপেন্দ্র সিংকে সঙ্গে নিয়ে মঙ্গলবার দিল্লিতে চলে আসেন কেশব। তারপরই তিনি সোজা পৌঁছে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার কাছে। স্পষ্ট জানান, রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্বের উচিত উত্তরপ্রদেশে মনোনিবেশ করা। একই সঙ্গে যোগী মন্ত্রিসভাতেও রদবদলের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে বুধবার সন্ধেয় রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে দেখা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপরই শুরু হয় জোর জল্পনা।

তবে সূত্রের খবর, মন্ত্রীসভায় রদবদল ঘটাতে ইতিমধ্যে হোমওয়ার্ক সেরে ফেলেছেন মুখ্যমন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই উত্তর প্রদেশের মন্ত্রীসভায় বড়সড় রদবদল হতে পারেই বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।