নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক যোগ দিতে ৩ দিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

0
3

চলতি মাসের শেষেই রাজধানীতে নীতি আয়োগের (Niti Ayog) গভর্নিং কাউন্সিলের বৈঠক। ২৭ জুলাইয়ের ওই বৈঠকে যোগ দিতে আগামী সপ্তাহেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকের পাশাপাশি, দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করে তিনি সংসদের বিরোধী জোটের চাপ বাড়ানোর বিষয় নিয়ে পরামর্শ দিতে পারেন। একই সঙ্গে INDIA-র জোটসঙ্গীদের সঙ্গেও তৃণমূল (TMC) সুপ্রিমোর বৈঠকের সম্ভাবনা রয়েছে।২১ জুলাই শহিদ সমাবেশ। ২৩ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে মেগাবৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, তার পরেই দিল্লি (Delhi) যাবেন তিনি। ২৫ তারিখ গিয়ে রবিবার অর্থাৎ ২৮ তারিখ কলকাতায় ফিরে আসবেন মমতা (Mamata Banerjee)। চলতি মাসে ২৭ তারিখ দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠক। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। নবান্ন সূত্রের খবর, এবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা। তার আগে ২৩ জুলাই সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

সংসদের অধিবেশন চলাকালীন একবার দিল্লি যান মমতা। তৃণমূলের সংসদীয় দলের নেত্রীও তিনি। সুতরাং দলীয় সাংসদদের রূপরেখা নির্দেশ করে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে বিরোধী জোটের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে পারেন মমতা। তবে, চূড়ান্ত সফরসূচি এখনও জানা যায়নি।