যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি ও পরিকাঠামো আধুনিকীকরণের স্বার্থে রাজ্য সরকারি গণপরিবহণ পরিষেবায় স্মার্ট কার্ড পরিষেবা চালু হতে চলেছে। এনবিএসটিসি, এসবিএসটিসি এবং ডব্লিইবিটিসি তিন সরকারি পরিবহণ নিগমের ক্ষেত্রে এই স্মার্ট কার্ড পরিষেবা চালু করা হবে। বাস, ট্রাম, ফেরি সমস্ত ক্ষেত্রেই যাত্রীরা এই কার্ড ব্যবহার করতে পারবেন। এর ফলে আলাদা করে টিকিটের প্রয়োজন পড়বে না। খুচরোর সমস্যা মিটবে। কলকাতায় প্রাথমিকভাবে চালু হলেও এবার রাজ্যজুড়ে এই পরিষেবা চালু মিলবে বলে জানা গেছে।
এই প্রসঙ্গে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, অর্থ দফতর ইতিমধ্যেই পরিবহণ দফতরের এই উদ্যোগে সম্মতি দিয়েছে। ফলে এই পরিষেবা চালু করার পথে আর কোনও বাধা নেই। খুব শীঘ্রই রাজ্য জুড়ে এই স্মার্ট কার্ড পরিষেবা চালু করা হবে। এই পরিষেবা চালু হলে বহু মানুষ উপকৃত হবেন। সূত্রের খবর, রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে এই উদ্যোগে বেসরকারি পরিবহণ এবং মেট্রোকেও যুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু, বেশিরভাগ বাস মালিকরা পিছিয়ে যান। স্মার্ট কার্ডে যে টিকিট কাটা হবে, তার টাকা কী ভাবে পাওয়া যাবে, তা সময় সাপেক্ষ হবে কিনা,এই সমস্ত প্রশ্ন তুলে পিছিয়ে আসেন বাস মালিকরা।বিষয়টি নিয়ে এগোতে চাইনি মেট্রোও। এরপর যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই উদ্যোগের বাস্তবায়ণের জন্য উদ্যোগী হয় রাজ্য।
আরও পড়ুন- দার্জিলিঙে ফিরল জম্মু-কাশ্মীরে শহিদ ক্যাপ্টেনের দেহ, শেষ শ্রদ্ধা ব্যাঙডুবি সেনা ছাউনিতে








































































































































