পানশালায় খনিকের ‘বন্ধুত্ব’, খাস কলকাতায় তারপরই ঘটল ভয়.ঙ্কর ঘটনা

0
2

কলকাতার এক অভিজাত পানশালায় খনিকের বন্ধুত্ব। তারপরই ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। শ্যামপুকুর থানায় তরুণীর অভিযোগ দায়েরের পরে সামনে এসেছে এই ঘটনা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ (Police)।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ও অভিযোগকারিণীর আলাপ হয় শেক্সপিয়ার সরণী থানা এলাকার এক অভিজাত পানশালায়। কয়েক মিনিটের আলাপেই নাকি বন্ধুত্ব হয়। অভিযোগ, অভিযুক্ত যুবক প্রথমে তরুণীকে নিজের সল্টলেকের ফ্ল্যাটে (Flat) নিয়ে যান। এরপরে যান শোভাবাজারের ফ্ল্যাটে। সেখানেই ধর্ষণ করা হয় তাঁকে-অভিযোগ তরুণীর।

১৫ জুলাই অভিযুক্ত দীপ মুখোপাধ্যায়কে (Dip Mukharjee) গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে শ্যামপুকুর থানার পুলিশ।