অবৈধ কাজে বাধা! খাস কলকাতায় পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দিল দুষ্কৃতীরা 

0
1

ফের খাস কলকাতায় (Kolkata) এক পুলিশকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শোভাবাজারের (Shobhabazar) কাছে বড়তলা থানা এলাকায়।

সূত্রের খবর, বুধবার ভোরের দিকে কলকাতার বড়তলা থানা এলাকায় টহল দিচ্ছিলেন দেবাশিস মণ্ডল নামে ওই পুলিশ কর্মী। সেইসময় আচমকাই দুষ্ক‌তীরা তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ। এরপরই ওই পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে ওঠে দুষ্কৃতীদলের বিরুদ্ধে।

দেবাশিস মণ্ডল কলকাতা পুলিশের কনস্টেবল বলে খবর। বুধবার ভোরের দিকে শহরের বিভিন্ন এলাকায় যেমন পুলিশি টহল চলে, বুধবার সেই দায়িত্ব বর্তেছিল তাঁর উপর। এদিন বাইক নিয়ে শোভাবাজারের কাছে বড়তলা এলাকায় টহলে দিচ্ছিলেন তিনি। তবে এদিন দেবাশিস সম্ভবত ঘটনার সময় একাই ছিলেন। রাস্তায় দুষ্কৃতী দলকে অবৈধ কাজকর্মে বাধা দিতেই পাল্টা আক্রমণের শিকার হন ওই পুলিশকর্মী। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এরপরই রক্তাক্ত পুলিশকর্মীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। তবে ইতিমধ্যে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।