দুর্গাপুজোর আর ৯০ দিনও বাকি নেই। ইতিমধ্যেই বিভিন্ন বড়পুজোর খুঁটিপুজো শুরু হয়ে গিয়েছে। সুষ্ঠুভাবে দুর্গাপুজো করার জন্য আগামী মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। থাকবেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিক (BP Gopalika), স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এ ছাড়াও দমকল, কলকাতা পুরসভা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, CESC-র মতো সংস্থার প্রতিনিধিরা থাকবেন। নবান্ন সূত্রে খবর, বৈঠকে দুর্গাপুজো কমিটিগুলির কর্তারা তো বটেই, সর্বধর্মের প্রতিনিধিত্বও থাকবেন। প্রতি বছর বারোয়ারি পুজো কমিটির সরকারি অনুদান থেকে শুরু করে বিদ্যুতের বিল সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করে থাকেন মুখ্যমন্ত্রী। এবারও আশায় পুজো উদ্যোক্তরা২ অক্টোবর এবছর মহালয়া। ৯ তারিখ ষষ্ঠী। দেবীপক্ষের সূচনার দিন থেকেই কলকাতার মণ্ডপগুলিতে উদ্বোধন শুরু হয়ে যায়। পুজোর দিনগুলিতে পুলিশ-প্রশাসন ও পুজো কমিটিগুলির সমন্বয় করে সুষ্ঠুভাবে উৎসব পালনের লক্ষ্যেই এই বৈঠক। রাজ্য তথা পুলিশ- প্রশাসন কমিটিগুলির কাছ থেকে কী রকম সহযোগিতা চাইছে, বৈঠকে সেই বিষয়েও আলোচনা করবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। অগাস্ট মাস থেকে নিজেদের শারদোৎসবের আয়োজনে ব্যস্ত হয়ে যায় কলকাতায় পুজো কমিটিগুলি। সেই কারণেই এমাসেই এই বৈঠক করে ফেলতে চাইছেন মমতা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.