টেমস পাড়ে অনন্ত রাধিকার পোস্ট ওয়েডিং পার্টি! এলাহি আয়োজন বিদেশে

0
3

দেশের অন্যতম হাই প্রোফাইল বিয়ের আমেজ যেন শেষ হতেই চাইছে না। গত ৯ মাস ধরে মুকেশ কর্তার ছোটো ছেলের প্রি-ওয়েডিং পার্টি (দুভাবে দুই দেশে), সঙ্গীত, গায়ে হলুদের, রাজকীয় বিয়ে, গ্র্যান্ড রিসেপশনের পরেও অনন্ত-রাধিকার বিয়ের (Anant Ambani Radhika Merchant wedding) উৎসব শেষ হল না। এবার সেলিব্রেশন লন্ডনে। সূত্রের খবর ইতিমধ্যেই টেমস নদীর পাড়ে উড়ে গেছেন অনন্ত আম্বানি – রাধিকা মার্চেন্ট (Anant Ambani Radhika Merchant)।

প্রি-ওয়েডিং সেরেমনির প্রথম পর্ব জামনগরে হলেও দ্বিতীয় ভাগ অনুষ্ঠিত হয়েছে ইটালিয়ান ক্রুজে। আবার সঙ্গীত, হলদি, বিয়ে হয়েছে দেশে। এবার পোস্ট ওয়েডিং যে বিদেশে হবে তা আগেই আঁচ করা গেছিল। শোনা যাচ্ছে লন্ডনে আম্বানিদের অনেক অতিথি আছেন যারা বিয়েতে উপস্থিত হতে পারেননি। তাঁদের জন্যই এই বিশেষ ব্যবস্থা। তবে নিমন্ত্রিতদের তালিকায় রয়েছে বিশেষ চমক, আসবেন বিরাট – অনুষ্কাও (Virat Kohli Anushka Sharma)। বিয়েতে পশ্চিমি জগতের অনেক তারকাই হাজির হয়েছিলেন। টেমস নদীর পাড়েও যে হলিউডের একাধিক তারকা থাকবেন সেটাই মনে করা হচ্ছে।