নিয়োগ মামলায় (Recruitment Case) ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই রায়ের উপর সুপ্রিম কোর্টের (Supreme Court) অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ শেষ হচ্ছে আজ। কী হবে এই শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ, আজ সিদ্ধান্ত নেবে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

এসএসসির ২৬ হাজার চাকরি বাতিলের মামলার গত শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আপাতত কারও চাকরি বাতিল করা হচ্ছে না। এর পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে যোগ্য এবং অযোগ্যদের তালিকা চেয়েছিল আদালত। বলা হয়েছিল বেআইনি নিয়োগ প্রমাণিত হলে বেতন ফেরত দিতে হবে অযোগ্যদের। তবে সিবিআই তদন্তে কোন স্থগিতাদেশ জারি করা হয়নি। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানির দিকে নজর রয়েছে গোটা দেশের।




 
 
 
 




































































































































