শহরের বুকে বেআইনি পার্কিং মানা হবে না। সরিয়ে ফেলতে হবে সমস্ত বেআইনি পার্কিং। বৈধ পার্কিংয়ের (Car Parking) জন্য নতুন জায়গা চিহ্নিত করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দেওয়ার এক মাসের মধ্যে শহরের পার্কিং জটিলতা অনেকটাই দূর হল। কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশের যৌথ সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, শহরে ৯৫০টি পার্কিং জোন চিহ্নিত করা হয়েছে। সেখানে সবমিলিয়ে একই সময়ে ১৪ হাজার গাড়ি রাখা যাবে।
কলকাতা পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রাথমিকভাবে বেআইনি পার্কিং লট চিহ্নিত করতে শুরু করেছিল কলকাতা পুরসভা ও লালবাজার। তারা যৌথভাবে ২৮টি রাস্তা চিহ্নিত করে। লালবাজারের দাবি, সেই সমস্ত এলাকা থেকে বেআইনি পার্কিং তুলে দেওয়া হয়েছে।
অন্যদিকে কলকাতা পুরসভার পার্কিং (Car Parking) বিভাগ সূত্রে জানা গিয়েছে, শহরের ৮০০ রাস্তায় পুরসভা স্বীকৃত পার্কিংয়ের জায়গায় ১১ হাজার গাড়ি রাখা যায়। তবে আদতে সেই নিয়ম মানা হয় না। তবে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর শহরের বিভিন্ন রাস্তা সমীক্ষা করেন আধিকারিকরা। সমীক্ষার পর নতুন করে আরও ১৫০টি এলাকা চিহ্নিত হয়। কলকাতা পুরসভার হিসেব বলছে, ১৫০ জায়গায় আরও তিন হাজার গাড়ি রাখার ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে শহরে মোট ৯৫০টি পার্কিং এলাকা তৈরি করা হচ্ছে।
একইভাবে ইএম বাইপাসেও পার্কিং এলাকা তৈরি প্রস্তাব করেছে কলকাতা পুরসভা। ২৪টি লোকেশনে নতুনভাবে পার্কিং লট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই এলাকায় মোট ৪০০টি গাড়ি রাখা যাবে। পুলিসের কাছেও তালিকা পাঠানো হয়েছে। পুরসভা সূত্রে খবর, বাইপাসের বিষয়ে এখনও পর্যন্ত লালবাজার কোনও অনুমতি দেয়নি।
আরও পড়ুন: ট্রাক্টরের সঙ্গে ধাক্কা তীর্থযাত্রী বোঝাই বাসের! মৃত ৫, আহত ৪৫