মহারাষ্ট্রের পরে কেরালা! জল বাড়ল পেরিয়ারে, ডুবল শিবমন্দির!

0
2

প্রবল বৃষ্টিতে কেরালার পাঁচটি জেলা বিপর্যস্ত। জলমগ্ন কোচির একটা বড় অংশ। জলের তলায় ডুবল পরশুরামের ঐতিহ্যবাহী আলুভা শিবমন্দিরও। মন্দিরে বেশ কিছু ভক্তের আটকে পড়ারও খবর ছড়ায়। পরে প্রশাসন তাঁদের উদ্ধার করে। এভাবে ৪৮ ঘণ্টার বেশি বৃষ্টির হওয়ায় জল বাড়ল পেরিয়ার নদীতেও। ১৯ তারিখ পর্যন্ত কেরালায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

কোঝিকোড়ে এলাকায় পাহাড়ের উপর প্রবল বৃষ্টি হওয়ায় নিচের জেলাগুলি প্লাবিত হয়ে যায়। প্রবল বৃষ্টিতে কোথাও গাছ উপড়ে যায়, কোথাও বাড়ি ভাঙার ঘটনাও ঘটে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। অন্তত ২০টি বাড়ি ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। অনেক জায়গায় যোগযোগ বাধার মুখে পড়ে গাছ পড়ে রাস্তা আটকে যাওয়ায়।

আবহাওয়া দফতরের তরফ থেকে শুক্রবার পর্যন্ত পাঁচ রাজ্যে কমলা সতর্কতা জারি থাকছে। কোঝিকোড়ে, ওয়েনাড়, কান্নুর, কাশরাগড় ও মালাপ্পুরম জেলায় পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। সেই সঙ্গে সাত জেলায় হলুদ সতর্কতাও জারি হয়েছে। আগের দুর্ঘটনার কথা মনে করে ইদুক্কি জেলায় রাতের পর্যটনে জারি হয়েছে নিষেধাজ্ঞা। সপ্তাহ তিনেক আগেই এই জেলায় মাটি ধ্বসে চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার।