ইউটিউব দেখে বোমা বানিয়ে ফেলেছিল বছর আঠারোর এক তরুণ! আরও সেই “কৃতিত্বের” পুরস্কার স্বরূপ শ্রীঘরে ঠাঁই হল তার। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার জয়নগর (Jaynagar) পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিলিপাড়ায়। ধৃত তরুণের নাম প্রবীর চট্টোপাধ্যায়। তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বোমা বানানোর বিভিন্ন উপকরণ। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।
জানা গিয়েছে, প্রবীর দিনভর মোবাইলেই বুঁদ থাকতো। ঘর বন্ধ করে শুধু মোবাইল ঘাঁটত। বাড়ির কেউ ঘরে ঢুকলেই বিরক্তি প্রকাশ করত প্রবীর। যেন বিরাট কোনও কাজে তার মনোবল নষ্ট হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় প্রবীর বলেছে, সম্প্রতি এলাকার কিছু যুবকের সঙ্গে তার ঝামেলা হয়। তাদের জব্দ করার জন্য বোমা বানানোর উদ্যোগ নেয় সে। ইউটিউব দেখে বোমা বানানোর কৌশল শেখা থেকে, প্রয়োজনীয় কাঁচামাল জোগাড় করে। তারপর এলাকাতেই পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটায়। মাঝরাতে এই বিস্ফোরণের ঘটায় সে।আচমকা এই বিস্ফোরণের ঘটনায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। ফাঁকা জায়গায় জঙ্গলের মধ্যে বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত প্রবীরকে গ্রেফতার করেছ জয়নগর থানার পুলিশ। অভিযুক্ত কোথা থেকে বোমা তৈরির মশলা ও সরঞ্জাম যোগাড় করল, তাও খতিয়ে দেখছে জয়নগর (Jaynagar) থানার পুলিশ।
আরও পড়ুন: বেসরকারি নার্সিং স্কুলের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ, উত্তেজনা গড়িয়ায়