রাজ্যে গুণ্ডারাজ বা বাহুবলি হয়ে ওঠা যে পুলিশ প্রশাসন কোনওভাবেই বরদাস্ত করবে না, পদে ফিরে তা স্পষ্ট করে দিলেন ডিজি (DG) রাজীব কুমার। সম্প্রতি আড়িয়াহদ (Ariadah) বা চোপড়ার (Chopra) ঘটনায় যেভাবে বাহুবলিদের আস্ফালন লক্ষ্য করা গিয়েছে তার বিরুদ্ধেই বার্তা দেন রাজ্য পুলিশের ডিজি। যদিও আড়িয়াদহের একাধিক অত্যাচারের ঘটনায় এক অত্য়াচারিত নাবালকের খোঁজ না পাওয়া যাওয়ায় জামিন পেয়েছেন জয়ন্ত সিংয়ের সাগরেদ প্রসেনজিৎ দাস ওরফে লাল্টু। তবে পুলিশ হেফাজতে আড়িয়াদহের বাহুবলি জয়ন্ত সিং।
ডিজি রাজীব কুমার (Rajeev Kumar) রাজ্যে মাথাচাড়া দিয়ে ওঠা বাহুবলিদের উদ্দেশে বার্তা দেন, “কেউ হাতে আইন তুলে নিতে চাইলে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। সেখানে কোনো রং দেখা হবে না।” একইসঙ্গে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে পুলিশকে তা জন্য পরামর্শ দিয়েছেন ডিজি।
মঙ্গলবারই জয়ন্ত সিং সহ সাতজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে (Barrackpore SD Court) পেশ করা হয়। দক্ষিণেশ্বরে দায়ের হওয়া একটি মামলার প্রেক্ষিতে জয়ন্ত ও তার সাগরেদ সৈকত মান্নাকে দক্ষিণেশ্বর পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। অভিযুক্ত সুমন দেকে বেলঘরিয়া থানায় পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সন্দীপ সাহা, সুভাষ বেড়া, অভিষেক বর্মনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলেও জামিন পান লাল্টু। যে নাবালকের উপর নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয় লাল্টুকে, সেই নাবালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।