দেশ বিরোধী কাজের জেরে এবার ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-কে নিষিদ্ধ করবে পাকিস্তান সরকার। সোমবার জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার।
মন্ত্রী জানিয়েছেন, “ইমরানের দলের বিরুদ্ধে প্রমাণ মিলেছে। নিয়ম-বহির্ভূতভাবে বিদেশি অনুদান পাওয়া, ৯ মে হিংসায় সরাসরি জড়িত থাকা, সাইফার (রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস) মামলা-সহ বিভিন্ন ক্ষেত্রে যে সব তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে, তা পিটিআই-কে নিষিদ্ধ করার পক্ষে যথেষ্ট।”

দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগে জেলে রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান। সেখান থেকেই চলতি বছরের নির্বাচনে লড়াই করেছে তাঁর দল সমর্থিত নির্দল প্রার্থীরা। সর্বোচ্চ আসনও পেয়েছে তারাই। যদিও সরকার গড়ার জন্য নির্ধারিত আসন পায়নি পিটিআই সমর্থিত প্রার্থীরা। এই পরিস্থিতিতে ২০২৩ সাল থেকেই জল্পনা চলছে, নিষিদ্ধ করে দেওয়া হতে পারে ইমরানের দলকে। ওয়াকিবহাল মহলের মতে, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায়ে ২৩টি আসন ফিরে পেতে পারে পিটিআই। তৈরি হবে পিটিআইয়ের নেতৃত্বে নতুন সরকার গঠনের সম্ভাবনাও। তাই শীঘরি পিটিআইকে নিষিদ্ধ করতে মাঠে নেমেছে শাহবাজের সরকার।
আরও পড়ুন- ঐক্যশ্রী স্কলারশিপ: শুরু দ্বিতীয় থেকে দ্বাদশের আবেদন, শেষ তারিখ কবে?







































































































































