নিয়ম মেনে উল্টোরথের আগেই গুপ্তিপাড়ায় ভাণ্ডার লুঠ

0
1

রথকে ঘিরে নানান নিয়ম চালু রয়েছে বিভিন্ন জায়গায়। একেক জায়গার একেক বিশেষত্ব রয়েছে। তেমনই গুপ্তিপাড়ার ২৮৫ বছরের প্রাচীন রথের বৈশিষ্ট্য ভান্ডার লুঠ। রথের দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চেপে গুপ্তিপাড়া বড়বাজারে মাসির বাড়ি এসে পৌছায়। সেই সময় উলটো রথের আগে ভান্ডার লুঠ রীতি পালন করা হয়। এই রীতি অনুযায়ী, প্রভুর কাছে ভালোমন্দ খাবার একটি ঘরে রেখে দিয়ে দরজা আটকে দাঁড়িয়ে থাকে লেঠেলরা। সেই দরজা আবার জোর করে খুলে ঐ উপাধেয় জগন্নাথের প্রসাদ লুঠ করে বের হয়ে যায় লেঠেলের দল। এরপর সেই প্রসাদ ভক্তদের বিলি করা হয়। এই প্রথা বহুদিন থেকে চলে আসছে।ভান্ডার লুঠ সম্পর্কে কথিত আছে এখানের জমিদার পরিবার এই রথের উৎসবে লেঠেল খুঁজতে এই বুদ্ধি খাটিয়েছিলেন। তিনি পরীক্ষা করে দেখতেন, কোন লেঠেলের গায়ে অপরিসীম শক্তি আছে। যে এই পরীক্ষায় উত্তীর্ণ হতো তাকেই জমিদার লেঠেল হিসাবে নিয়োগ করতেন।

আরও পড়ুন- করোনা-আক্রান্ত অমিত মিত্র, ভর্তি হাসপাতালে