অবশেষে জল্পনার অবসান হতে চলেছে রবিবার। আর কিছুক্ষণের মধ্যেই খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) রত্ন ভাণ্ডার (Ratna Bhandar)। জগন্নাথধামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সূত্রের খবর, রত্ন ভাণ্ডার খোলা হতে পারে রবিবার দুপুর ঠিক ১টা ২৮ মিনিটের মধ্যে। তবে সমস্ত প্রস্তুতি সারা হয়ে গেলেও শেষ পাওয়া খবর, ডুপ্লিকেট চাবি পরীক্ষা করে দেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই খুলতে পারে ভাণ্ডারের দরজা। জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশনের মুখ্য প্রশাসক অরবিন্দ কুমার পাড়িই এই সময় নির্ধারণ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিশেষ সময়ের কথা ঘোষণা করেন ওডিশা হাইকোর্টের বিচারপতি তথা রত্ন ভাণ্ডারের বিশেষজ্ঞ প্যানেলের চেয়ারম্যান বিশ্বনাথ রথ।

ইতিমধ্যেই ওডিশার বিজেপি সরকারের পক্ষ থেকে রত্ন ভাণ্ডার খোলা নিয়ে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডওর তৈরি গঠন করা হয়েছে। রত্ন ভাণ্ডার খোলার পরই সেটির সংস্কারের কাজ শুরু হয়ে যাবে। নির্বাচনী প্রচারে বিজেপির তরফে ক্ষমতায় এলেই রত্ন ভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই মতো, এদিন ভাণ্ডারের রহস্য প্রকাশ্যে আসবে কী না সেদিকে নজর ওড়িশা-সহ গোটা দেশের মানুষের। বিশেষজ্ঞ দল ইতিমধ্যেই জগন্নাথ মন্দির চত্বরে পৌঁছে গিয়েছে। দলে রয়েছেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের একটি আধিকারিক, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক আধিকারিক এবং একাধিক সেবায়েত।
ছ’বছরেরও বেশি সময় ধরে হারিয়ে গিয়েছে পুরীর রত্ন ভাণ্ডারের আসল চাবি। ফলে এদিন ডুপ্লিকেট চাবি দিয়েই রত্ন ভাণ্ডার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী, বিচারপতি বিশ্বনাথ রথ জানিয়েছেন, চাবি দিয়ে খোলা সম্ভব না হলে রত্ন ভাণ্ডারের তালা ভেঙে ফেলা হবে। তবে ভিতরে এবং বাইরের ভাণ্ডারের কাছে দু’টি সাপুড়ের দলকে রাখা হচ্ছে। কোনওভাবেই যেন কোনও বিপত্তি না ঘটে এবং কোনও ব্যক্তিকে সাপ কামড়াতে না পারে, তার জন্যই এই আয়োজন।













































































































































