উপনির্বাচনের গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে ৪ কেন্দ্রেই এগিয়ে তৃণমূল 

0
1

রাজ্যের চার উপনির্বাচন কেন্দ্রে সকাল ৮ টা থেকে গণনা শুরু হয়েছে। প্রথম রাউন্ডের গণনা শেষে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা। রায়গঞ্জে ৩ হাজার ৪৮৪ ভোটে এগিয়ে কৃষ্ণ কল্যাণী, মানিকতলা বিধানসভা কেন্দ্রে ৩ হাজার ১৮০ ভোটে এগিয়ে রয়েছেন সুপ্তি পাণ্ডে, বাগদায় দু রাউন্ড শেষে এগিয়ে মধুপর্ণা ঠাকুর। রানাঘাট দক্ষিণে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর থেকে অনেকটাই ২ হাজার ১৬১ এগিয়ে রয়েছেন ঘাসফুলের প্রার্থী মুকুটমণি অধিকারী।

চার বিধানসভা কেন্দ্রের মধ্যে বিশেষ নজর রয়েছে মানিকতলায়। এখানে ২০টি রাউন্ড গণনা হবে। মোট ১৪ টি টেবিল রয়েছে। ২৭৭ পোলিং বুথ ছিল। মোট ৪ টি হলে গণনা চলছে বলে খবর। প্রথম তিনটি হলে ইভিএম গণনা এবং চার নম্বর হলে হবে পোস্টাল ব্যালট গণনা। প্রথম রাউন্ডে ৩ হাজার ১৮০ ভোট পেয়েছেন সুপ্তি পাণ্ডে, অনেকটা পিছিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিজেপির কল্যাণ চৌবে। আজ রায়গঞ্জে ২ টি কাউন্টিং হলে ১০ রাউন্ড গণনা হবে। বাগদায় ২ টি কাউন্টিং হলে ১৩ রাউন্ড এবং রাণাঘাট দক্ষিণে ২ টি কাউন্টিং হলে ১০ রাউন্ড গণনা হবে। প্রাথমিক ট্রেন্ডে সর্বত্র ঘাসফুলের জয়জয়কার। শেষ খবর পাওয়া অনুযায়ী দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ-

রায়গঞ্জ – ১০ হাজার ১৫৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণ- ২ হাজার ১৬১ ভোটে এগিয়ে তৃণমূলের মুকুটমণি অধিকারী, বাগদা – ২ হাজার ৩০৪ ভোটে এগিয়ে মধুপর্ণা ঠাকুর