হাত বাঁধা। শরীরে একের পর এক বেতের বাড়ি। প্রবল যন্ত্রণাতেও যাতে তারা চিৎকার করতে না পারে, তার জন্য মুখে গোঁজা তাদেরই তোলা আম। যোগীরাজ্যে অনুমতি ছাড়া আম তোলায় এভাবেই শাস্তি পেল তিন শিশু। অনেক লোক দাঁড়িয়ে দেখলেন। ছবিও তুললেন কয়েকজন। কিন্তু কেউ আটকালেন না পাশবিক অত্যাচার করা বাগান দেখভালকারীকে। যদিও ভিডিও ভাইরাল হতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের এক আমবাগানের দেখভালকারী সুদর্শন নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এলাকার কয়েকটি শিশুকে তিনি মারধর করেন। এই শিশুগুলি তাঁর বাগান থেকে আম পেড়ে নিয়ে যেত বলে অভিযোগ করেন তিনি। এরপর চার থেকে ছয় বছর বয়সী শিশুগুলিকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। আমগাছের সঙ্গে তিনজনকে বাঁধেন। তারপর শুরু হয় বেধড়ক মার।
সেই সময় এই মারধরের ভিডিও তুলে ভাইরাল করেন এলাকার মানুষ। সেখানে শোনা যায় বাগান দেখভালকারী সুদর্শন হুমকি দিচ্ছেন, এরপরেও বাগানে এলে শিশুদের আরও কঠিন শাস্তি হবে। তবে চক থানার পুলিশ ভিডিও দেখে গ্রেফতার করে সুদর্শনকে।