অমৃত ভারত (Amrit Bhandar) প্রকল্পের আওতায় আনা হয়েছে রেল স্টেশনকে (Rail Station)। আর সেকারণেই জোরকদমে শুরু হয়েছে কাজ। শনিবার তারকেশ্বর (Tarakeshwar) স্টেশনের কাছে বস্তি উচ্ছেদ করতে এবার বুলডোজার (Bulldozer) চালাল রেল (Rail)। আচমকা রেলের এমন সিদ্ধান্তে বিপাকে সাধারণ মানুষ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। রাতারাতি ঘর হারিয়ে রীতিমতো বিপাকে পড়েন বহু মানুষ। তবে উচ্ছেদের সময় যাতে কোনওরকম অশান্ত পরিস্থিতির সৃষ্টি না হয় সে কারণে রেলের তরফে বিশাল পুলিশ (Police) বাহিনী মোতায়েন করা হয় বলে খবর। তবুও রেলের এমন সিদ্ধান্তকে একেবারেই মানতে নারাজ স্থানীয়রা।

তবে রেল সূত্রে খবর, তাদের জায়গা দখলমুক্ত করার যে সময়সীমা দেওয়া হয়েছিল, তার মেয়াদ শুক্রবারই শেষ হয়েছে। আর সেকারণেই শনিবার সকাল সকাল নোটিশ অনুযায়ী উচ্ছেদ অভিযান শুরু করে রেল। বস্তি ভাঙতে ডেকে আনা হয় বুলডোজার। তবে বর্ষাকালে আচমকা গৃহহারা হওয়ায় মাথায় ছাদ নেই বস্তিবাসীদের। তাঁদের অভিযোগ, রেলের কাছে বর্ষাকাল কেটে যাওয়ার পর এই অভিযান চালানোর কথা অনুরোধ করলেও কোনও কথাই মানা হয়নি। অন্যদিকে, রেলের জায়গা দখল করে যারা ব্যবসা করছেন বা অবৈধ বাড়ি তৈরি করেছেন তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হলেও বেছে বেছে কেন বস্তিবাসীদের টার্গেট করা হচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠছে।

যদিও রেল সাফ জানিয়েছে, নোটিশ জারির পর নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরই এই প্রক্রিয়া শুরু হয়েছে। আগামীদিনে রেলের সমস্ত দখল উচ্ছেদ করা হবে। কিন্তু রাতারাতি ঘর হারিয়ে বর্ষায় এখন কোথায় যাবেন তা নিয়ে সন্দিহান বস্তিবাসীরা।













































































































































