উইম্বলডন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের বার্বোরা ক্রেচিকোভা। এদিন ফাইনালে তিনি হারালেন ইতালির জেসমিন পাওলিনকে। ম্যাচের ফলাফল ৬-২, ২-৬, ৬-৪।ম্যাচ হারলেও এদিন মন জিতে নেন পাওলিন। এদিকে এদিন উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে দ্বিতীয় গ্যান্ডস্লাম জয় করলেন তিনি। ২০২১-র ফরাসি ওপেনের পর জীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন ক্রেচিকোভা।
এদিন প্রথম সেটে প্রতিপক্ষকে এক রকম দাঁড়াতেই দেননি ক্রেচিকোভা। পাওলিনর দু’টি সার্ভিস ভাঙেন তিনি। ৬-২ ব্যবধানে জিতে নন প্রথম সেট। পিছিয়ে পড়লেও হাল ছাড়েননি পাওলিনি। দ্বিতীয় সেটে দুরন্ত কামব্যাক করেন তিনি। চেনা ফর্মে দেখা যায় পাওলিনিকে। তিনিও পাল্টা ৬-২ ব্যবধানে জেতেন প্রতিপক্ষের সার্ভিস দু’বার ভেঙে। সমতা ফেরান তিনি। তৃতীয় সেটে চলে হাড্ডাহাড্ডি লড়াই। তৃতীয় সেট হয়ে দাঁড়ায় নির্ণায়ক। সপ্তম গেমে পাওলিনির সারভিস ভেঙে ৪-৩ ব্যবধানে এগিয়ে যান ক্রেচিকোভা। নিজের পরের সার্ভিস গেম ধরে রেখে ৫-৩ করে ফেলেন। পাওলিনি পরে ৫-৪ করলেও লাভ হয়নি। শেষ গেমে নিজের সার্ভিস ধরে রেখে ৬-৪ ব্যবধানে ম্যাচ জিতে নেন ক্রেচিকোভা। এই জয়ের ফলে ২০২১ সালে ফরাসি ওপেন জয়ের তিন বছর পর উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন তিনি। টেনিসজীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ক্রেচিকোভা।
আরও পড়ুন- এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের