অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো বাড়ানো ও স্থানীয় মানুষ তথা দায়িত্বপ্রাপ্তদের আরও দায়বদ্ধ করে তোলার জন্য নতুন পথে উদ্যোগ নেওয়া শুরু রাজ্য সরকারের। বারেবারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির দুর্দশাগ্রস্থ অবস্থা ও নিম্নমানের খাবারের ব্যধি দূর করতে নতুন পন্থা হিসাবে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। এবার সেই সংখ্যাটা আরও বাড়ানোর উদ্যোগ রাজ্যের।
রাজ্য সরকার চলতি আর্থিক বছরে রাজ্যের ৪০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে মডেল বা সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। সমস্ত জেলা থেকে এই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলা হবে। নিজস্ব বাড়ি রয়েছে এরকম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যে থেকে বাছাই করে এই মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলা হবে। নির্বাচিত কেন্দ্রের প্রত্যেকটি কে মানোন্নয়নের জন্য এক লক্ষ টাকা করে দেওয়া হবে বলে সমাজ কল্যাণ দফতরের তরফে জানানো হয়েছে। ওই টাকায় সংশ্লিষ্ট কেন্দ্রে এলইডি টিভি ও জল শোধনের যন্ত্র বসানো হবে। এছাড়া সব্জি বাগান, বর্ষার জল সংরক্ষণসহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা হবে।
কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই প্রকল্পের খরচ নির্বাহ করা হবে। উল্লেখ্য গত আর্থিক বছরে প্রথম পাঁচ জেলা থেকে ৪,৭৫০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। এবার মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ার লক্ষ্যমাত্রা অনেক বাড়ানো হয়েছে। এজন্য ইতিমধ্যেই বিভিন্ন জেলায় সমীক্ষা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।