হাইপ্রোফাইল মেগা বাজেটের বিয়ের সন্ধ্যায় শুধু সোশ্যাল মিডিয়া নয় দেশের নজরের কেন্দ্রবিন্দুতে ছিল জিও কনভেনশন সেন্টার। অনন্ত আম্বানি- রাধিকা মার্চেন্টের গাঁটছড়া পর্বে (Anant Ambani Radhika Merchent wedding)সত্যিই যেন এক সিনেমা তৈরি হলো মায়ানগরীতে। ডিজে হয়ে উঠলেন রণবীর সিং (Ranveer Singh), অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে নেচে উঠলেন ‘গুন্ডে’ স্টাইলে। একসঙ্গে স্টেপ মেলালেন রজনীকান্ত (Rajnikanth) আর অনিল কাপুর। ক্রিকেটার থেকে শুরু করে বলিউড হলিউড অভিনেতাদের সস্ত্রীক উপস্থিতিতে ঝলমল করল অনন্ত রাধিকার বিয়ের লগ্ন। তবে সব থেকে বেশি নজর কাড়লেন নীতা আম্বানি (Neeta Ambani)। শাহরুখ- সলমনের (Shahrukh Khan and Salman Khan) সঙ্গে ভাঙড়া নেচে সবথেকে বেশি লাইমলাইট কেড়ে নিলেন মুকেশ পত্নী।
দেশ-বিদেশের ডাকসাইটে ব্যক্তিত্বরা হাজির আম্বানিদের মেগাবাজেট বিয়ের লাল গালিচায়। তালিকায় কে নেই? জমকালো পোশাক ছেড়ে ঘামে ভেজা গেঞ্জিতেই বাজিমাত ‘বলিউড খিলজি’র, রণবীরের সিং এর ডিজে স্টাইলে অতিথিদের নাচানোর মুহূর্ত এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও বটে। অন্ত্বসত্ত্বা দীপিকা (Deepika Padukone) এলেন লাল টুকটুকে সাজে। প্রিয়াঙ্কা- নিক বরাবরের মতো নজর করলেন। বচ্চন পরিবারের ফটোসেশনে প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিষেক পত্নীর দেখা না মিললেও মেয়ের সঙ্গে আলাদা করে ছবি তুললেন ঐশ্বর্য। সপরিবারে দক্ষিণী সুপারস্টার মহেশবাবু এবং নম্রতা হাসিমুখে ছবি তুললেন। স্ত্রী গৌরীকে কাছে টেনে নিলেন শাহরুখ (Shahrukh Khan), পোজ দিলেন ফটোগ্রাফারদের।
বরুণ, সিদ্ধার্থ, ভিকি থেকে ক্রিকেটার চাহাল, কে এল রাহুল, মহেন্দ্র সিং ধোনি প্রত্যেকেই এলেন জীবনসঙ্গীর হাত ধরে।
স্টাইলিশ নিয়ে এন্ট্রি সলমন খানের। বরাবরের মতো ঝলমলে মাধুরী দীক্ষিত(Madhuri Dixit), বিদ্যা বালানরা। রনবীর-আলিয়া যেন অনবদ্য। রাত যত এগুলো ততই জমজমাট হয়ে উঠল বিবাহ বাসর।
অনন্ত – রাধিকাকে আশীর্বাদ করতে পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বরিস জনসন থেকে বাবা রামদেব, লালু প্রসাদ যাদব থেকে স্মৃতি ইরানি, সস্ত্রীক টনি ব্লেয়ার থেকে কিম কার্দাশিয়ান – তারকা বেষ্টিত আসরে মঙ্গল অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণে সাতপাকে বাঁধা পড়লেন অনন্ত-রাধিকা।