বিমানবন্দরে ফের চড় কাণ্ড, এবার CISF জওয়ানকে থাপ্পড় বিমানকর্মীর! 

0
1

কঙ্গনা রানাওয়াতের চড়কাণ্ডের ঘটনা অতীত, এবার নতুন করে চাঞ্চল্য ছড়ালো জয়পুর বিমানবন্দরে (Jaipur Airport)। এবার CISF জওয়ানের গায়ে হাত তোলার অভিযোগের স্পাইসজেটের (Spice Jet) মহিলা কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের গেটে স্ক্রিনিং-এর সময় এই ঘটনাটি ঘটেছে। বিমানকর্মীর পাশেই রয়েছে স্পাইসজেট কর্তৃপক্ষ।

জানা যায় ভোর চারটে নাগাদ ভেহিক্যাল গেট দিয়ে স্পাইসজেটের ফুড সুপারভাইজার অনুরাধা রানি ঢুকছিলেন। সিআইএএসএর দাবি, তাঁর কাছে ওই গেট দিয়ে প্রবেশ করার বৈধ অনুমতি ছিল না। সেই সময় বাকি স্টাফ কর্মীদের সঙ্গে সেখান দিয়ে যাচ্ছিলেন। তাঁকে গেটে অ্যাসিসটেন্ট সাব ইনস্পেক্টর গিরিরাজ প্রসাদ দাঁড় করিয়ে দেন বলে জানিয়েছে, পুলিশ ও CISF। এয়ারলাইন্সের ক্রিউদের জন্য আলাদা প্রবেশ পথে তাঁকে স্ক্রিনিং করার জন্য বলা হয়। সেই সময় কোনও মহিলা সিআইএসএফ কর্মী ছিলেন না। এই নিয়ে দুই পক্ষের বচসার জেরে স্পাইসজেটের ওই মহিলা কর্মী অনুরাধা রানি (Anuradha Rani) সিআইএসএফ-এর ওই পুলিশকর্মীকে থাপ্পড় মারেন বলে অভিযোগ। স্পাইসজেট এই ঘটনার শ্লীলতাহানির অভিযোগ তুলে কর্মীর পাশে দাঁড়িয়েছে।অভিযোগের ভিত্তিতে অনুরাধা রানিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।