সম্মানহানি করবেন না: স্মৃতি ইরানিকে নিয়ে গান্ধীগিরি রাহুলের!

0
12

আমেঠি থেকে পরাজিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। পাঁচ বছর ধরে আমেঠিতে কংগ্রেসের নামে অবমাননামূলক বহু মন্তব্যের পরে একেবারে উল্টো বিপর্যয়ের সম্মুখিন প্রাক্তন মন্ত্রী। তাঁর প্রতিটি পদক্ষেপ নিয়ে ট্রোল করছেন কংগ্রেস সমর্থন থেকে বিজেপি বিরোধীরা। এবার সেই অসম্মানজনক বক্তব্য পেশ ঠেকাতে মাঠে নামলেন রাহুল গান্ধী। ট্রোলে প্রবল উৎসাহীদের নিরস্ত করতে গান্ধীগিরি বিরোধী দলনেতার। পরিস্থিতি সামলাতে তিনি লেখেন, অপমান করা দুর্বলতার প্রকাশ। পক্ষান্তরে এতদিন স্মৃতির অপমানজনক কথারও যেন উত্তর দিলেন রাহুল।

সম্প্রতি স্মৃতি ইরানি নিজের আমেঠির বাংলো ছেড়ে আসার পরে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশাল ট্রোলিং শুরু হয়। স্বাভাবিকভাবে সেখানে শালীনতার মাত্রাও ছাড়ায়। তারই পাল্টা রাহুল গান্ধী নিজের সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বক্তব্য না করার আবেদন জানান। তাঁর আবেদন, ” হার-জিত জীবনের অঙ্গ। সকলের কাছে আমার আবেদন স্মৃতি ইরানি বা অন্য কোনও নেতাদের বিষয়ে বলতে গিয়ে কোনও মানহানিকর ভাষা ও কদর্য আক্রমণ করা থেকে দূরে থাকুন।”

সেই সঙ্গে তিনি সতর্ক করেন, “খেলো করা ও অপমান করা দুর্বলদের লক্ষ্মণ। সবলদের নয়।”