দক্ষিণ ২৪ পরগনা ঢোলাহাটে (Dholahat Case)চুরির দায়ে অভিযুক্ত যুবকের রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে দ্বিতীয়বারের ময়নাতদন্তের নির্দেশ দিল কলকাতা আদালত (Calcutta High Court)। চুরির দায়ে ধৃত যুবকের জামিনের পর মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ করে মামলা দায়ের করে মৃতের পরিবার। সেই মামলার শুনানিতে হাইকোর্টের পর্যবেক্ষণ, তথ্যপ্রমাণ জোগাড় ও স্বচ্ছ তদন্তের স্বার্থে জরুরি ভিত্তিতে নথি জোগাড় করতে দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত করা জরুরি। আগামী শনিবারের মধ্যে সব নিয়ম মেনে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বলে জানিয়েছে আদালত। ২২ জুলাই এই রিপোর্ট জমা পড়বে আদালতে।

গত ৩ জুলাই রাত ৮ টা বেজে ৫ মিনিটে মৃত যুবকের কাকা মহসিন হালদার থানায় সোনার গয়না এবং নগদ টাকা চুরির অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার সেই মামলায় হাসপাতালে মৃত যুবকের মেডিক্যাল রিপোর্ট তুলে ধরে রাজ্য। হাসপাতাল থেকে জানানো হয়েছে যে, মৃতের জন্ডিস ছিল। যে কারণে তাঁর ইউরিয়া এবং ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে গিয়েছিল। আবেদনকারীর আইনজীবীর দাবি, জামিন নিশ্চিত করতে পুলিশকে দিতে হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার টাকা। একইসঙ্গে, চুরির দায়ে ধৃত ওই যুবককে ইলেকট্রিক শকও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার এই মামলায় বিচারপতি অমৃতা সিনহা মৃত যুবকের দেহ সংরক্ষণের পাশাপাশি তাঁর ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ দিয়েছিলেন। শুক্রবার এই মামলার শুনানিতে দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেন বিচারপতি। এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে যাতে ঢোলাহাট থানার আইসি কোনভাবেই তদন্তে যুক্ত হতে না পারে। আদালত জানিয়েছে, ময়নাতদন্তের সময়ে উপস্থিত থাকবেন মৃতের বাবা এবং বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। ভিসেরা রিপোর্ট হায়দরাবাদের সিএফএসএলে পাঠাতে হবে। এই মামলায় সাক্ষীদের নিরাপত্তাও নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।




 
 
 
 




































































































































