মাঠে এক ফুটবলারের পায়ে গুলি করল পুলিশ। শুনে চমকে যাচ্ছেন, হ্যাঁ একদম ঠিকই শুনছেন। এক ফুটবলারের পায়ে গুলি করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একটি দ্বিতীয় ডিভিশন ম্যাচে ঘরোয়া ফুটবলের গোইয়ানো চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল গ্রেমিও অ্যানাপোলিস ও সেন্ট্রো ওয়েস্টেসের। গত বুধবারের ঘটনা এটি। ম্যাচ শেষ হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে মাঠের পরিবেশ। তারপরই ঘটে এমন কান্ড।
Policeman Shoots Player During Match In Brazil.
A Brazil regional second-division club, Grêmio Anápolis, on Thursday condemned the “criminal act” that saw their goalkeeper intentionally hit by a rubber bullet fired by a member of the military police during a post-match… pic.twitter.com/lOSVq3gfmG
— Mac Daniel’s Blog (@MacDanielsBlog) July 12, 2024
যে ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে, গ্রেমিওর ফুটবলারেরা কোনও একটি বিষয় নিয়ে তর্কাতর্কি করছেন সশস্ত্র পুলিশের সঙ্গে। তার মধ্যেই এক পুলিশ অফিসার ধাক্কা মেরে সরিয়ে দেন গ্রেমিওর গোলকিপার রামন সুজাকে। তারপরে কোনও আগাম হুঁশিয়ারি ছাড়াই রামনের পা লক্ষ্য করে গুলি চালিয়ে দেন। সঙ্গে সঙ্গে ওই ফুটবলার খোঁড়াতে খোঁড়াতে কিছুটা দূরে সরে যান এবং যন্ত্রণায় কাতরাতে থাকেন। তারপরে পা ধরে মাটিতে শুয়ে পড়েন। ক্লাবের চিকিৎসকেরা এসে পায়ে ব্যান্ডেজ বেঁধে দেন। রামনের পা রক্তে ভেসে যায়। জল ঢেলে সেই রক্ত পরিষ্কার করা হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই গোলকিপারকে। এই গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে গ্রেমিও অ্যানাপোলিস। তারা জানিয়েছেন, “একটা অবিশ্বাস্য, ভয়াবহ ও জঘন্য অপরাধের কাজ করেছে। আর সেটা যে করেছে, তার উপর নিরাপত্তার দায়িত্ব ছিল। এই ঘটনা আমরা কোনওদিন ভুলব না।” জানা যাচ্ছে এই নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তারা জানিয়েছে, এই ধরনের ঘটনা কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
আরও পড়ুন- টিম ইন্ডিয়ার দায়িত্ব নিয়েই বিশেষ বার্তা গম্ভীরের, কী বললেন তিনি?