পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে বুধবার দুপুরে দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়ে বিশেষ বৈঠক করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বৈঠকে ছিলেন রাজ্যের পরিবহণ সচিব, বিভিন্ন জেলার এডিএম, আরটিও, এআরটিও ও পরিবহণ দফতরের আধিকারিকেরা। বৈঠকে আলোচনা হয় গাড়ির রেজিস্ট্রেশন, পারমিট, ট্যাক্স সংগ্রহ থেকে বৈধ কাগজপত্র খতিয়ে দেখা, ওভারলোডিং বন্ধ করা এবং পথ নিরাপত্তা ইত্যাদি বিষয়ে। দুর্ঘটনা কমানো নিয়েও আলোচনা করেন মন্ত্রী। পাশাপাশি পরিবহণ ব্যবসায়ীদের ব্যবসার অনুকূল পরিবেশ তৈরির ওপরও জোর দেওয়া হয়।
আরও পড়ুন- তেলেঙ্গানার হোস্টেলের চাটনিতে জীবন্ত ইঁদুর! রেগে লাল পড়ুয়ারা








































































































































